Logo

খালেদা জিয়ার মৃত্যুতে শোক কমনওয়েলথ মহাসচিবের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৭
4Shares
খালেদা জিয়ার মৃত্যুতে শোক কমনওয়েলথ মহাসচিবের
কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে | ফাইল ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ শোক জানান।

শোকবার্তায় কমনওয়েলথ মহাসচিব বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই দুঃসময়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি কমনওয়েলথের সহমর্মিতা ও সংহতির কথা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক পরিসরেও শোকের প্রতিক্রিয়া দেখা গেছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা আলাদা আলাদা বার্তায় শোক প্রকাশ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD