Logo

বেগম জিয়ার জানাজার জন্য প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৫
7Shares
বেগম জিয়ার জানাজার জন্য প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউ
ছবি: সংগৃহীত

দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাতে প্রস্তুত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ। জাতীয় সংসদ ভবন এলাকা ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, জাতীয় নেত্রীকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিশাল এই জানাজায় সাধারণ মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে মানিক মিয়া এভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দাফন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান হওয়ায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

জানাজা শেষে আজ বিকেল সাড়ে তিনটার পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে। দাফনের সময় তার পরিবারের সদস্য, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি কূটনীতিক এবং বিএনপির মনোনীত সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। দাফনকাজ সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া আর কাউকে ওই নির্দিষ্ট এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।

গণতান্ত্রিক আন্দোলনের এই আপসহীন নেত্রীর বিদায়ে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ইতোমধ্যে মানুষের ঢল নামতে শুরু করেছে। প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ রাজধানী ঢাকায় জড়ো হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের চড়াই-উতরাই পেরিয়ে আজ জীবনের পরম সত্যের কাছে নিজেকে সঁপে দিয়ে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন দেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালি এই নেত্রী।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD