হাদি হত্যার বিচারের দাবিতে দেশজুড়ে ‘মার্চ ফর ইনসাফ’

শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
বিজ্ঞাপন
শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।
কর্মসূচির আওতায় সংগঠনটির নেতাকর্মীরা সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের উদ্দেশ্য—হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিতে সর্বস্তরের সহযোগিতা আদায়।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আগামী ৭ জানুয়ারির মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। এ দাবি পূরণ না হলে ৭ জানুয়ারির পর থেকে আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বিজ্ঞাপন
পাশাপাশি ২২ কর্মদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন নেতারা।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থানে রূপ নেয়।
বিজ্ঞাপন
অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো রাজনৈতিক বৈঠক হলে তা প্রকাশ্য হতে হবে, গোপন বৈঠক গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করা হবে না।
আরও পড়ুন: ইংরেজি নববর্ষে শব্দদূষণের ৩৮১ অভিযোগ
তিনি আরও বলেন, বাংলাদেশের ওপর যে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধেই ইনকিলাব মঞ্চ অবস্থান নেবে। দেশি বা বিদেশি—কোনো শক্তির আধিপত্য তারা মেনে নেবে না বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি এই আন্দোলনের পথ দেখিয়ে গেছেন। তার দেখানো পথেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্থ রক্ষার লড়াই মাত্র শুরু হয়েছে।








