Logo

আমরাই নির্বাচনের আয়োজন করছি, বহির্বিশ্বের কোনো চাপ নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারী, ২০২৬, ১৫:০৫
19Shares
আমরাই নির্বাচনের আয়োজন করছি, বহির্বিশ্বের কোনো চাপ নেই
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ নিজের উদ্যোগে নির্বাচনের আয়োজন করছে এবং নির্বাচনের বিষয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই।

বিজ্ঞাপন

শনিবার মুন্সিগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরাই নির্বাচনের আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত, ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। তাই বহির্বিশ্ব থেকে কোনো চাপ বা হস্তক্ষেপের বিষয় নেই। অন্য দেশ কতটা বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, সেটা তাদের বিষয়।

বিজ্ঞাপন

ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে তিনি জানান, বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই। আমরা চেষ্টা করছি, যারা জড়িত তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে। যদিও জড়িতদের ভারতে থাকার তথ্য আছে, কিন্তু ঠিক কোথায় তারা আছে তা জানা নেই। তথ্য মিললে ভারত সরকারকে তাদের গ্রেফতারের জন্য বলা হবে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিচার সময় বেঁধে হয় না, তবে সরকারের সার্বিক প্রচেষ্টা থাকবে, যাতে আসামিরা যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি হয়।

বিজ্ঞাপন

তিনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, দেশ নিজের নাগরিকদের জন্য স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করছে এবং বিচার ব্যবস্থায় যে কোনও প্রক্রিয়া ধাপে ধাপে বাস্তবায়ন হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD