নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কাজ করছে পুলিশ

জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ভোট প্রক্রিয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। এর অংশ হিসেবে বাহিনীতে ব্যাপক রদবদল করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন (ক্র্যাব)-এর বার্ষিক সাধারণ সভায় এই তথ্য জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রার্থীকে গানম্যান দেওয়া হয়েছে। আগামীতেও যারা নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় চান, তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, হাদি হত্যা মামলার সমস্ত আসামিকে আইনের আওতায় আনার জন্য পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
সভায় ২০২৫ সালের বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য নির্বাচিত সাংবাদিকদের ক্রেস্ট ও চেক প্রদান করা হয়।
বিজ্ঞাপন
কমিশনার সাজ্জাত আলী নির্বাচনের প্রক্রিয়াকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার পাশাপাশি, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ডিএমপির সদিচ্ছা ও প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন।








