Logo

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫২
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আজ শেষ হচ্ছে। আজকের কার্যক্রম শেষ হওয়ার পরই দেশজুড়ে ৩০০টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্রের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, চলমান যাচাই-বাছাই শেষে মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করা হবে। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে শুরু হবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া।

প্রার্থিতা বাতিল বা বৈধ ঘোষণার বিষয়ে যারা আপিল করতে চান, তারা ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আবেদন করতে পারবেন। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি এই আপিল শুনানি নিষ্পত্তি হবে।

বিজ্ঞাপন

ইসির প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার ২০টি সংসদীয় আসনে মোট ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর ৮১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশন মনে করিয়ে দিয়েছে, বৈধ প্রার্থীদেরই আগামী নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে বাতিল ঘোষিত প্রার্থীরা আপিল প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বিবেচনার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

এদিকে রাজনৈতিক দলগুলো মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ফলাফলের দিকে সরাসরি নজর রাখছে। বিভিন্ন আসনে প্রার্থিতা বৈধ বা বাতিল হওয়ার খবরের সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তেজনা ও প্রস্তুতি আরও তীব্র হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার এই পর্যায়ে, নির্বাচনী মাঠে সমীকরণ স্পষ্ট হওয়ার দিকে মনোযোগী হচ্ছে রাজনৈতিক দল ও প্রার্থী উভয়ই।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD