Logo

বর্তমান মাঠ প্রশাসন দিয়েই সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন : মন্ত্রিপরিষদ সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৬, ১৬:১৮
বর্তমান মাঠ প্রশাসন দিয়েই সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন : মন্ত্রিপরিষদ সচিব
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, দেশের বর্তমান মাঠ প্রশাসনের সক্ষমতা থাকলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রশাসনের দক্ষতা ও প্রার্থী নিয়ন্ত্রণ বিষয়ে এই আশ্বাস দিয়েছেন।

সচিব বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঠিকভাবে পরিচালনা করা গেলে এবং তাদের মনোভাব ইতিবাচক থাকলে দায়িত্ব পালনে তারা শতভাগ সফল হবেন। অভিজ্ঞতা সময়ের সঙ্গে কাজের মাধ্যমে আসে। তবে কোনো কর্মকর্তার কাজে বিচ্যুতি ধরা পড়লে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের অভিযোগ আগেও এসেছে এবং এখনও কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে। তবে কোনো প্রার্থীর যদি রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে আপত্তি থাকে, তবে তিনি নির্বাচন কমিশনে (ইসি)-র কাছে আপিল করার পূর্ণ সুযোগ পাচ্ছেন।

নির্বাচনের আগে বড় ধরনের রদবদলের সম্ভাবনা নিয়েও সচিব বলেন, আপাতত মাঠ প্রশাসনে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। তবে নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে, তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে। মাঠ প্রশাসনে কোনো ত্রুটি ধরা পড়লে সরকার তা সমাধানের চেষ্টা করবে।

বিজ্ঞাপন

বর্তমানে মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের কাজ শেষ হয়েছে। যেসব প্রার্থী সংক্ষুব্ধ, তারা আপিল আবেদন জমা দিতে পারছেন, যা কমিশন পর্যায়ক্রমে নিষ্পত্তি করবে। সরকারের পক্ষ থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ভোটাররা প্রশাসনের ওপর আস্থা রাখতে পারেন।

ড. শেখ আব্দুর রশীদ আরও উল্লেখ করেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সবসময় দায়িত্বশীল ও সতর্ক থাকবে। ভোটারদের আস্থা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD