Logo

মানুষকে ওষুধের উচ্চমূল্য থেকে রক্ষা করতে বড় পদক্ষেপ নিলো সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৬, ১৬:৪৬
মানুষকে ওষুধের উচ্চমূল্য থেকে রক্ষা করতে বড় পদক্ষেপ নিলো সরকার
ছবি: সংগৃহীত

দেশের সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারি ঘোষণার মাধ্যমে ২৯৫টি ওষুধকে ‘অত্যাবশ্যকীয় ওষুধ’ তালিকাভুক্ত করা হয়েছে, যেগুলোর মূল্য সরাসরি সরকার নির্ধারণ করবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

ডা. সায়েদুর রহমান জানান, উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ সংক্রান্ত নতুন গাইডলাইন অনুমোদন করা হয়েছে। ১৯৮২ সালের পর দীর্ঘ সময় এই তালিকা অপরিবর্তিত ছিল। ফলে বাজারে থাকা প্রায় ১৩০০টির বেশি ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল। নতুন হস্তক্ষেপে আগের ১১৭টি ওষুধের সাথে আরও ১৩৬টি নতুন ওষুধ যুক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশে স্বাস্থ্য ব্যয়ের দুই-তৃতীয়াংশই ওষুধ কেনায় খরচ হয়। উন্নত দেশে স্বাস্থ্য বীমা বা সরকারি সুবিধা থাকলেও আমাদের দেশে তা নেই। তাই রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া ওষুধের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সম্ভব ছিল না। এখন থেকে অত্যাবশ্যকীয় তালিকাভুক্ত সব ওষুধের দাম সরকার ঠিক করবে, এবং নির্ধারিত মূল্যের বেশি কেউ বিক্রি করতে পারবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যারা বর্তমান বাজারে এই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করছেন, তাদের পর্যায়ক্রমে সরকারি মূল্যে নামতে হবে। সরকারের এই পদক্ষেপ মূলত জনগণের পকেটের ব্যয় কমানো এবং চিকিৎসা খাতকে সাশ্রয়ী করা লক্ষ্যেই নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশা করছেন, এই উদ্যোগ জনস্বাস্থ্য সেবায় ইতিবাচক প্রভাব ফেলবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD