Logo

আগামীকাল থেকে শুরু হচ্ছে ইসির আপিল শুনানি, চলবে ৯ দিনব্যাপী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৬, ১৮:০৫
আগামীকাল থেকে শুরু হচ্ছে ইসির আপিল শুনানি, চলবে ৯ দিনব্যাপী
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিলগুলোর শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমানের স্বাক্ষরিত এক নির্দেশনার মাধ্যমে সংশ্লিষ্ট আপিলকারীদের এই সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, শুনানি কার্যক্রম সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে কক্ষে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি আপিল শুনানির সময় আপিলকারীসহ সর্বোচ্চ তিনজন ব্যক্তি শুনানি কক্ষে উপস্থিত থাকতে পারবেন। অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা এড়াতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানানো হয়।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে। এর মধ্যে ব্যালট পেপার, অফিসিয়াল সিল, ব্রাস সিলসহ সব গুরুত্বপূর্ণ নির্বাচনী উপকরণের সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ভোটকেন্দ্রভিত্তিক বিতরণ শেষে সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী সব ফরম, প্যাকেট, খাম ও অন্যান্য সামগ্রী যথাযথভাবে যাচাই করতে হবে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, কোনো নির্বাচনী সামগ্রী কম বা বেশি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা অথবা জেলা নির্বাচন কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD