সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে ইসি’র বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সশস্ত্র বাহিনীসহ ১৬টি গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকের মূল উদ্দেশ্য নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা, স্বচ্ছতা ও কার্যক্রম সমন্বয় নিশ্চিত করা।
বিজ্ঞাপন
রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ইসি চেয়ারম্যান আবুল ফজল মো. সানাউল্লাহর নেতৃত্বে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন বাহিনীর মহাপরিচালক এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি। বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় এবং নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও সমন্বয় বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
একই সময়ে, নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি দ্বিতীয় দিনেও অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া শুনানি বিকাল ৫টা পর্যন্ত চলেছে। এ শুনানিতে বিভিন্ন নির্বাচনী আচরণ ও সিদ্ধান্তের বৈধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নির্বাচনের নিরাপত্তা ও কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে এই ধরনের বৈঠক এবং আপিল প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে নির্বাচন কমিশন জানিয়েছে।








