Logo

সব পক্ষের সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৪ জানুয়ারি, ২০২৬, ১৪:৩৫
সব পক্ষের সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সবার সহযোগিতার মাধ্যমে নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধভাবে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই তথ্য জানান।

তিনি বলেন, দেশের বাইরে থেকে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার কথা বলছে, তাদের সাহস থাকলে দেশে এসে পরিস্থিতি দেখানো উচিত। পালিয়ে থাকা কারো কথায় কেউ শঙ্কিত হবেন না।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সৃষ্ট সমস্যার সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। মিয়ানমার সরকারের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সীমান্ত সংক্রান্ত বিষয়গুলো সমাধান করার চেষ্টা চলছে।

তিনি জানিয়েছেন, আরাকান অঞ্চলে মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণ নেই এবং তাই সেখানের বিভিন্ন ঘটনায় স্থানীয় স্বশাসিত বাহিনী জড়িত।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলমের বক্তব্যে স্পষ্ট হয়েছে, দেশের অভ্যন্তরে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে এবং জনগণ ও রাজনৈতিক দলের সমন্বিত সহযোগিতা গুরুত্বপূর্ণ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD