Logo

নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিজিবি মোতায়েন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৬, ১৯:০৯
নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

রবিবার (১৮ জানুয়ারি) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভবনের আশপাশে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এদিকে ব্যালট পেপার সংক্রান্ত অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল। সংগঠনটি জানিয়েছে, তাদের কর্মসূচি রাত পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

রবিবার দুপুরে এক বক্তব্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের কারণে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে গিয়ে হটকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে। এতে স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারিত্ব মারাত্মকভাবে প্রশ্নের মুখে পড়েছে বলে তিনি দাবি করেন।

এর আগে সকাল ১১টার দিকে পূর্বঘোষিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও’ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা ইসি ভবনের সামনে এসে অবস্থান নেন। কর্মসূচিকে ঘিরে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD