বাড্ডায় যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে নগরবাসী

রাজধানীর বাড্ডা এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়েছে। লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা সড়ক থেকে বন্ধের দাবিতে চালকরা এই কর্মসূচিতে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে কুড়িল-রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। অবরোধের ফলে ওই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকালবেলা অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীসহ সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
স্থানীয়রা জানান, অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরাগামী সব ধরনের যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে। অনেক যাত্রী বাধ্য হয়ে নেমে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। এতে সড়কে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন,
“একটি দাবিকে কেন্দ্র করে ব্যাটারিচালিত রিকশার চালকরা সড়ক অবরোধ করে রেখেছেন। এর ফলে এই এলাকা দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।”
তিনি আরও বলেন, “এমনিতেই বাড্ডা এলাকায় মেট্রোরেল নির্মাণকাজ চলমান রয়েছে। তার ওপর রাস্তা অবরোধের কারণে যানজট ও ভোগান্তি কয়েকগুণ বেড়ে গেছে।”
বিজ্ঞাপন
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।








