Logo

এলপিজি গ্যাস নিয়ে সুখবর দিলো সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১৩:১৭
এলপিজি গ্যাস নিয়ে সুখবর দিলো সরকার
ছবি: সংগৃহীত

দেশের এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রবিবার (১৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানান। তিনি বলেন, এলপিজি আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়ানো হবে এবং এর ফলে দাম নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে। এ বিষয়ে বিপিসিকে ইতোমধ্যে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।

এর আগে ১০ জানুয়ারি বিপিসি সচিবকে একটি চিঠি দিয়ে জানায়, দেশে এলপিজি বাজার সম্পূর্ণ বেসরকারি খাতের ওপর নির্ভরশীল হওয়ায় সংকটকালীন সময়ে সরকারিভাবে বাজারে হস্তক্ষেপের সুযোগ খুবই সীমিত। ফলে সরবরাহের ঘাটতি বা কৃত্রিম সংকট সৃষ্টি হলে সরকারের হাতে প্রতিরোধের কার্যকর হাতিয়ার থাকে না।

বিজ্ঞাপন

এই আবেদনের ভিত্তিতে সরকার বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দিয়ে বাজারে সরবরাহ বৃদ্ধি ও ভারসাম্য রক্ষার উদ্যোগ নিয়েছে। আশা করা হচ্ছে, এ পদক্ষেপে এলপিজির সংকট লাঘব হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD