প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পাঠানোর আহ্বান ইসির

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পূরণ করে নিকটস্থ ডাকঘরে পাঠানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট না পাঠালে তা যথাসময়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে ব্যর্থ হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে কমিশন।
বিজ্ঞাপন
বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী ভোটারদের দেওয়া ভোট যেন সময়মতো গণনায় অন্তর্ভুক্ত করা যায়, সে লক্ষ্যেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
ইসি জানিয়েছে, ২৫ জানুয়ারির পর পোস্টাল ব্যালট পাঠানো হলে তা নির্ধারিত সময়ের মধ্যে দেশে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়তে পারে। এতে ভোট গণনা প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রবাসী ভোটারদের সুবিধা বিবেচনায় এবং নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রবিবারের মধ্যেই ভোট প্রদান শেষ করে ব্যালট ডাকযোগে পাঠাতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রবাসী ভোটারদের এই সময়সূচি কঠোরভাবে অনুসরণ করা জরুরি। নির্ধারিত সময়ের পর পাঠানো ব্যালট যদি সময়মতো রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছায়, সেক্ষেত্রে তা ভোট গণনায় অন্তর্ভুক্ত নাও হতে পারে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন।








