প্রতীক বরাদ্দে জটিলতা নেই, আচরণবিধি মানতে প্রতিশ্রুত প্রার্থীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম এখন পর্যন্ত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, প্রতীক বরাদ্দ নিয়ে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব আসনে এ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে। এই ধাপে প্রতীক বরাদ্দসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
বিভাগীয় কমিশনার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের আচরণ সহযোগিতাপূর্ণ। সবাই নির্বাচন আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন। আমরা আশা করছি, সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
আরও পড়ুন: বড় সুখবর পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই সময়ে গণভোট অনুষ্ঠিত হবে। সে বিষয়ে ভোটারদের সচেতন করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পোস্টাল ব্যালটের নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কেও প্রার্থীদের বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনার জানান, বৃহস্পতিবার থেকে পোস্টাল ব্যালট গ্রহণ কার্যক্রম শুরু হবে। এ জন্য ১৩টি আসনে পৃথক ব্যালট বক্স স্থাপন করা হবে। প্রার্থীদের প্রতিনিধিদের পাশাপাশি গণমাধ্যমের উপস্থিতিতে সকাল ৯টা থেকে এ কার্যক্রম পরিচালিত হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রার্থীদের উদ্বেগের বিষয়ে তিনি বলেন, অধিকাংশ প্রার্থীই নিরাপদ ও নির্ভয়ে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। নির্বাচন কমিশন ও সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন যে, সার্বিকভাবে বড় ধরনের কোনো শঙ্কা নেই।
বিজ্ঞাপন
এক প্রশ্নের জবাবে তিনি জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হলেও তার দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক পাওয়া গেছে। অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে নির্বাচন কমিশনে পাঠানো হবে।
প্রার্থীসংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা বিভাগের ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহারের পর বর্তমানে মোট প্রার্থী রয়েছেন ১৩৭ জন। তবে হাইকোর্টের একটি আদেশের কারণে এ সংখ্যা আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন
সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিভাগীয় কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।








