স্বাধীনতার পর এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: আসিফ নজরুল

বাংলাদেশের ইতিহাসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার ভাষ্য, স্বাধীনতার পর গণতান্ত্রিক চর্চাকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে এই নির্বাচন বড় একটি পরীক্ষার মঞ্চ হয়ে উঠছে।
বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর জনগণের মধ্যে এবার ভোট দেওয়ার প্রবল আগ্রহ তৈরি হয়েছে। প্রায় ১৭ বছর মানুষ তাদের ভোট দিতে পারেনি। স্বাভাবিকভাবেই এবার ভোট নিয়ে মানুষের প্রত্যাশা ও উদ্দীপনা অনেক বেশি। এই সুযোগ যাতে কেউ নষ্ট করতে না পারে, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে অঙ্গীকারবদ্ধ।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এবার নির্বাচনী প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হয়েছে প্রবাসীদের অংশগ্রহণের মাধ্যমে। দেশের বাইরে অবস্থানরত নাগরিকরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, যা গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে বলে মনে করেন তিনি।
গণভোট প্রসঙ্গেও কথা বলেন আইন উপদেষ্টা। তার মতে, দেশের গণতান্ত্রিক কাঠামো ও আইনের শাসনকে আরও শক্তিশালী করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে নির্বাচন সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এ সময় বিচার বিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।
প্রতিনিধি দলের সঙ্গে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
সরকারের পক্ষ থেকে বারবারই জানানো হচ্ছে, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই তাদের প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।








