ফেব্রুয়ারিতে ৬ দিন বন্ধ থাকবে ইতালির ভিসা আবেদন কার্যক্রম

প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম উন্নয়ন কার্যক্রমের কারণে আগামী ফেব্রুয়ারি মাসে টানা ছয় দিন বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় কোনো নতুন আবেদন জমা দেওয়া বা গ্রহণ করা হবে না বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।
বিজ্ঞাপন
সোমবার (২৬ জানুয়ারি) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি—এই ছয় দিন বিশ্বের সব ইতালিয়ান ভিসা অফিসে আবেদন কার্যক্রম স্থগিত থাকবে। ভিসা সিস্টেমের প্রযুক্তিগত উন্নয়ন এবং আপগ্রেডেশন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানায়, ভিসা প্রসেসিং সংস্থা ভিএফএস গ্লোবালকে এই সময়ের মধ্যে কোনো আবেদন গ্রহণ না করা এবং জমা দেওয়া আবেদন প্রত্যাহারের অনুরোধও গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যেসব আবেদন ইতোমধ্যে জমা পড়েছে এবং দূতাবাস সেসব আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কাগজপত্র চেয়েছে, কেবলমাত্র সেই নির্দিষ্ট নথিপত্রগুলো গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
এদিকে, যাদের ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে বা এর আশপাশের সময়ে জরুরি প্রয়োজনে ইতালি ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তাদের আগেভাগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ একটি ভিসা অনুমোদন বা ইস্যু হতে সাধারণত কমপক্ষে ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।
ফলে ভ্রমণ পরিকল্পনায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য আবেদনকারীদের আগে থেকেই সময় বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








