Logo

চানখাঁরপুল হত্যা মামলার রায় প্রত্যাখ্যান, ১০১ সংগঠনের যৌথ বিবৃতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১১:৫৩
চানখাঁরপুল হত্যা মামলার রায় প্রত্যাখ্যান, ১০১ সংগঠনের যৌথ বিবৃতি
ছবি: সংগৃহীত

রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে ১০১টি সংগঠন। এসব সংগঠনের মধ্যে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্মের সহযোগী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন রয়েছে। জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

যৌথ বিবৃতিতে বলা হয়, তৎকালীন পরিস্থিতিতে চানখাঁরপুল মোড়ে নিরাপত্তা বাহিনীর একটি দল অবস্থান নেয় এবং সেখানে গুলি চালানোর ঘটনা ঘটে। তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিটে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে সরাসরি হত্যার অভিযোগ আনা হয়েছিল বলে উল্লেখ করা হয়।

সংগঠনগুলোর দাবি, মামলার রায়ে ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও কনস্টেবল সুজনকে তিন বছরের কারাদণ্ড এবং আরও দুজন কনস্টেবলকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে তারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করছে। তাদের ভাষ্য অনুযায়ী, এই রায় নিহতদের পরিবারের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং ঘটনাটির গুরুত্বের তুলনায় শাস্তি কম হয়েছে বলে তারা মনে করে।

বিজ্ঞাপন

বিবৃতিতে রায় পুনর্বিবেচনার দাবি জানানো হয়। অন্যথায় আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সংগঠনগুলো বলেছে, বিচারপ্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন এবং নিহতদের প্রতি সম্মান জানাতে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত।

বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ছাত্র, যুব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এর মধ্যে ‘জুলাই ঐক্য’–এর সহযোগী প্ল্যাটফর্ম, শিক্ষার্থী সংগঠন, মানবাধিকারভিত্তিক সংগঠন, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন প্রেশার গ্রুপ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD