Logo

বিআরটিসির বাস থেকে কালো ধোঁয়া নির্গমন: উদ্বেগ পরিবেশ উপদেষ্টার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১২:৩৪
বিআরটিসির বাস থেকে কালো ধোঁয়া নির্গমন: উদ্বেগ পরিবেশ উপদেষ্টার
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)–এর বাসগুলো থেকে কালো ধোঁয়া নির্গমনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেজগাঁওয়ে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহন গাড়িচালক ও শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, বিআরটিসির বাসগুলোর ধোঁয়া নির্গমন নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে দূষণ অনেকটাই কমানো সম্ভব।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে যানবাহন স্ক্র্যাপ নীতিমালা চূড়ান্ত করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা চলছে, তবে তা এখনো বাস্তবায়নের পর্যায়ে আসেনি। দূষণকারী পুরোনো যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

প্রশিক্ষণ কার্যক্রমের প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দায়িত্বশীলভাবে গাড়ি চালানো এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার কমানো সড়ক নিরাপত্তা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সচেতন চালনা দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD