Logo

রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১২:৪৬
রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তাজওয়ার রহমান অর্ক (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে সোমবার (২৬ জানুয়ারি) সকালে শ্যামপুর থানার পশ্চিম জুরাইন এলাকায়।

বিজ্ঞাপন

পরে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুর সোয়া ১টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক জানান, সকাল ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মোটরসাইকেল আরোহী ওই যুবককে মৃত অবস্থায় পাওয়া যায়।

বিজ্ঞাপন

নিহত তাজওয়ার রহমান অর্ক ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাসা পূর্ব রামপুরার এসোর্ট রোজারিও ২/এ এলাকায়। তিনি গাজী হাফিজুর রহমানের ছেলে।

দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD