Logo

বিদায় নিবে অন্তর্বর্তী সরকার, যে দিন দায়িত্ব ছাড়তে পারেন ড. ইউনূস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৬, ১৩:৫৩
বিদায় নিবে অন্তর্বর্তী সরকার, যে দিন দায়িত্ব ছাড়তে পারেন ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস | ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুতই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন শেষ হওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যেই নতুন সরকারের শপথ গ্রহণ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, রোজা শুরুর আগেই—অর্থাৎ আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়তে চায়। এই লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয় ও বঙ্গভবনকে শপথ ও ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক দপ্তরের কর্মকর্তারা জানান, সংসদ সদস্যদের শপথ, নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবং আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর নিয়ে ইতোমধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। এরপর নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নতুন কোনো জটিলতা না দেখা দিলে ১৩ অথবা ১৪ ফেব্রুয়ারির মধ্যেই গেজেট প্রকাশ হতে পারে। এরপর ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে শপথ অনুষ্ঠানের দিন চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো ১৭ ফেব্রুয়ারিকে সবচেয়ে সম্ভাব্য তারিখ হিসেবে দেখছে।

এদিকে নতুন প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্ধারণ নিয়েও আলোচনা চলছে। যদিও চারটি সম্ভাব্য বাসভবন পরিদর্শন করা হয়েছে, এখনো কোনোটি চূড়ান্ত হয়নি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটি এসব ভবন পর্যালোচনা করেছে।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ১৫ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে শপথ অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শপথ অনুষ্ঠানকে স্মরণীয় করে আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমন্ত্রিত অতিথিদের তালিকাও প্রায় চূড়ান্ত।

শপথ অনুষ্ঠান বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। অতিথিদের যাতায়াত, প্রটোকল ও নিরাপত্তা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির সামরিক বিভাগ পুরো আয়োজনের সমন্বয় করবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে সংসদ সচিবালয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর জাতীয় সংসদ ভবনে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তা মেরামত সম্পন্ন হয়েছে। বর্তমানে সংসদের অধিবেশন পরিচালনায় কোনো বাধা নেই। সংসদ সদস্যদের হোস্টেল, ন্যাম ভবন এবং স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনও সংস্কার করা হয়েছে। সংসদ ভবন এখন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বর্তমানে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। দায়িত্ব হস্তান্তরের পর রীতি অনুযায়ী তিনি কিছুদিন সেখানে থাকতে পারেন। এ সময়ের জন্য বিকল্প বাসভবনের ব্যবস্থাও রাখা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর বসবাসের উপযোগী করে একাধিক ভবন প্রস্তুত রাখা হয়েছে এবং নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD