Logo

ঢাকাসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৬, ১৪:৩৬
ঢাকাসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা সহ তিন জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনী শান্তি বজায় রাখতে ৫ ব্যাটালিয়নের ৩৮ প্লাটুন সদস্য মাঠে নামবেন আগামীকাল (বৃহস্পতিবার) থেকে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বিজিবি সদর দপ্তরের ট্রেনিং গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।

বিস্তারিত জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

নিরাপত্তা জোরদারের জন্য রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে কে-৯ ডগ স্কোয়াড, জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচনী দায়িত্ব পালনে এবার ব্যবহার করা হবে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি এবং আধুনিক সিগন্যাল সরঞ্জাম। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান বলেন, “বিজিবি ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশের ক্ষেত্রে এবার নির্বাচন কমিশনের কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসার সহায়তা চাইলে বা কেন্দ্রে সহিংসতা বা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”

তিনি আরও যোগ করেন, “সরকার, নির্বাচন কমিশন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD