Logo

ভারত ভোটে সরাসরি মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৬, ১৬:৩১
ভারত ভোটে সরাসরি মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আসন্ন নির্বাচনের বিষয়ে ভারত বিশ্লেষণ করতে পারে, কিন্তু ভোটে সরাসরি মতামত দেওয়ার অধিকার রাখে না। কেউ যদি পরিবেশ নষ্টের চেষ্টা করে, তবে সরকার তা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত।

বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজওয়ানা হাসান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা উপদেষ্টারা দেশের ৬৪ জেলায় বিভিন্ন শ্রেণির মানুষ—সুশীল সমাজ, শিক্ষক, ছাত্র প্রতিনিধি এবং ধর্মীয় নেতাদের কাছে গণভোটের উদ্দেশ্য ও অন্তর্ভুক্ত বিষয়গুলো ব্যাখ্যা করেছি। এখন যেহেতু নির্বাচনের প্রচার শুরু হয়েছে, আমাদের আর সরাসরি মাঠে অংশ নেওয়া হচ্ছে না। আমাদের প্রদত্ত গণভোট সংক্রান্ত ম্যাটেরিয়াল জেলা প্রশাসকের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, সাধারণ ভোটের সঙ্গে গণভোটও একসাথে হবে। তাই জেলা প্রশাসকরা নিশ্চিত করবেন যে ভোটাররা উভয় ভোটে অংশগ্রহণের সুযোগ পাবে। এর বেশি সরকার বা উপদেষ্টাদের কোনো দায়িত্ব নেই।

তিনি সতর্ক করেছেন, কিছু এলাকায় হয়ত সভ্যতার সীমা রক্ষা হচ্ছে না। তাই সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি আইনশৃঙ্খলার বিষয় হয়ে ওঠে, তখন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনকে দেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, অন্য দেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত প্রদানের অধিকার নেই। নির্বাচনের আগে যে কোনো ধরনের মন্তব্যকে বস্তুনিষ্ঠ হিসেবে গণ্য করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

ভোটের পরিবেশ নষ্ট হলে দায়ের বিষয়েও তিনি মন্তব্য করেন। রিজওয়ানা হাসান বলেন, ভোটের দিন শিডিউল ঘোষণা হওয়া থেকেই কিছু এলাকায় ককটেল বিস্ফোরণসহ সহিংসতা দেখা গেছে। তিনি জানান, এই ধরনের কার্যক্রম প্রতিহত করতে সরকার প্রস্তুত, প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে।

উপদেষ্টা জানান, সরকারের লক্ষ্য হলো নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখা, যাতে ভোটাররা নিরাপদ ও সঠিকভাবে ভোট দিতে পারেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD