Logo

৩০০ আসনে কেন্দ্র ৪২,৭৬৬, দায়িত্বে থাকবে ৭,৮৫,২২৫ কর্মকর্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৬, ১৭:৩৫
৩০০ আসনে কেন্দ্র ৪২,৭৬৬, দায়িত্বে থাকবে ৭,৮৫,২২৫ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশে মোট ৪২,৭৬৬টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রে ভোটারদের জন্য প্রায় ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটকেন্দ্র ও কক্ষের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রিজাইডিং অফিসারের সংখ্যা ৪২,৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৪,৯৬৪ জন। সব মিলিয়ে মোট ভোটগ্রহণকারী কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জনে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণকে কেন্দ্র করে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা ও জনবল নিযুক্ত করা হয়েছে যাতে ভোটাররা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন আশা করছে, এই প্রস্তুতি নিশ্চিত করবে যে, ভোটগ্রহণ হবে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD