বিআরটিসি ও ভিশনস্প্রিংয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)'র চালক ও কর্মকর্তা/কর্মচারীদের চক্ষুসেবা দেওয়ার লক্ষ্যে বিআরটিসি ও ভিশনস্প্রিং বাংলাদেশ এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানী ঢাকার মতিঝিলে 'পরিবহন ভবন' এর সভাকক্ষে এ সমঝোতা চুক্তিতে বিআরটিসি'র পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এবং ভিশনস্প্রিং বাংলাদেশ এর পক্ষে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন।
চুক্তি অনুযায়ী, ভিশনস্প্রিং বাংলাদেশ বিআরটিসি'র প্রায় ৪ হাজার জন চালক ও কর্মকর্তা/কর্মচারীকে চক্ষুপরীক্ষা সেবা প্রদান করবে। যাদের চশমার প্রযোজন হবে (রিডিং গ্লাস ও প্রেসক্রিপশন উভয় ধরণের) তাদেরকে চশমা প্রদান করা হবে। চোখ পরীক্ষার এই কার্যক্রম প্রাথমিকভাবে ঢাকা থেকে শুরু হবে এবং ধীরে ধীরে সারাদেশে বিআরটিসি'র ডিপো/ইউনিটগুলোতে উক্ত কার্যক্রম চলবে।
বিজ্ঞাপন
পরীক্ষা ফি বাবদ সেবা গ্রহীতারা জনপ্রতি ৫০ টাকা নিবন্ধন ফি প্রদান করবেন। চক্ষুসেবা প্রদানের এই কার্যক্রম চলতি বছরের ১ ফেব্রুয়ারি হতে শুরু করে ২০২৭ সালের ৩০শে এপ্রিল পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, ঢাকা ও ঢাকার বাইরে আমাদের চালকরা এই চক্ষুপরীক্ষা সেবা কার্যক্রমের আওতায় আসলে, চালকদের চোখ পরীক্ষা করতে পারলে-চালকরা অন্তত চক্ষু সমস্যার কারণে দূর্ঘটনা কম করবে। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
ভিশনস্প্রিং বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন বলেন, বাংলাদেশে আমরা ইতোমধ্যে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রায় ৫ লাখ শ্রমিকের চোখ পরীক্ষা করেছি এবং তাদের মধ্যে ৩০ শতাংশের বেশি শ্রমিকের চশমার প্রযোজন ছিল এবং তারা চশমা পেয়েছেন। আমরা আরও বেশি এ সেবা পৌঁছে দিতে চাই। ২০০১ সাল থেকে ভিশনস্প্রিং নিম্ন আয়ের মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যে চশমা পৌঁছে দিতে কাজ করছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসি'র পরিচালক অর্থ ও হিসাব ড. অনুপম সাহা, পরিচালক প্রশাসন ও অপারেশন মোঃ রাহেনুল ইসলাম, পরিচালক কারিগরী ও প্রশিক্ষণ কর্নেল কাজী আইয়ুব আলী, কর্পোরেশনের বিভিন্ন বিভাগের জিএম, ডিজিএমগণ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং ভিশনস্প্রিং বাংলাদেশ কর্মকর্তাগণ।








