‘এমভি আব্দুল্লাহ’ উদ্ধারে অভিযান চালাবে ভারতীয় নৌবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪
মাল্টার পতাকাবাহী জাহাজটি উদ্ধার করার পর একইভাবে বাংলাদেশের জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’কেও উদ্ধারে পরিকল্পনা করছে ভারতীয় নৌবাহিনী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এমন তথ্য জানিয়েছেন সোমালিয়ার পুন্টল্যান্ডের বন্দর ও সামুদ্রিকপথ বিষয়ক মন্ত্রী আহমেদ ইয়াসিন সালাহ। খবর বিবিসি।
মাল্টার ওই এমভি রুয়েনের মতো করেই তারা (ভারতীয় নৌবাহিনী) একটি অভিযান চালানো এবং ক্রুদের উদ্ধারের পরিকল্পনা সাজাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ঈদের আগে মুক্তির আকুতি 'এমভি আবদুল্লাহ'র বন্দী নাবিকদের
সোমালি মন্ত্রী আরও বলেন,“আমরা দস্যুদের পুন্টল্যান্ডের উপকূলকে তাদের জাহাজ আটকে রাখা ও দস্যুতার স্থান হতে দিব না। আমরা আমাদের বন্ধুদের বার্তা দিয়েছি দস্যুদের হামলা চালানোর সুযোগ দেওয়া যাবে না।”
আরও পড়ুন: জিম্মি ‘এমভি আব্দুল্লাহ’তে অভিযানে ঢাকার অনুমতি চেয়েছিল ইইউ
এর আগে মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েন জাহাজটি সোমালি জলদস্যুদের হাতে ছিনতাই থেকে মুক্ত করেছে ভারতীয় নৌবাহিনী। প্রায় ৪০ ঘণ্টার অভিযানে ৩৫ জলদস্যু ও ১৭ ক্রুসহ জাহাজটি নিয়ন্ত্রণে নেয় ভারতীয় নৌ সেনা ও কমান্ডোরা। অভিযানে ভারতীয় নৌ সেনা ও কমান্ডোরা যুদ্ধজাহাজ, হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে।
রবিবার (১৭ মার্চ) সকালে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যমগুলো।
জেবি/এসবি