Logo

জামালপুরে বেড়েছে বিবাহবিচ্ছেদ, এগিয়ে নারীরা

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মার্চ, ২০২৪, ২২:০৭
181Shares
জামালপুরে বেড়েছে বিবাহবিচ্ছেদ, এগিয়ে নারীরা
ছবি: সংগৃহীত

জামালপুরে দিন দিন বিবাহবিচ্ছেদের সংখ্যা বেড়েই চলছে

বিজ্ঞাপন

জামালপুরে দিন দিন বিবাহবিচ্ছেদের সংখ্যা বেড়েই চলছে। ২০২২ সালে জেলায় বিবাহ বিচ্ছেদ হয়েছে ৪ হাজার ২৩৬ জনের। দৈনিক গড় হিসেবে ১১ জনের বিবাহ বিচ্ছেদ হয়েছে। এসব ঘটনার জন্য পরকীয়া, অপরিণত বয়সে বিয়ে, তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ এসবকে দায়ী করেছেন বিচ্ছেদ রোধে সংশ্লিষ্ট ব্যক্তিরা। পারিবারিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা।

জামালপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলায় মোট বিবাহ হয়েছে ৯ হাজার ১৭৬ জনের। তালাক (বিবাহবিচ্ছেদ) হয়েছে ৪ হাজার ২৩৬ জনের। অর্থাৎ দৈনিক গড় হিসেবে ২৫ জনের বিবাহ হয়েছে। দৈনিক তালাক হয়েছে ১১ জনের। মেয়েরা তালাক দিয়েছেন ১ হাজার ৩৮১টি, ছেলেরা তালাক দিয়েছেন ৫৬৫টি, ছেলে ও মেয়ে উভয়ই তালাকের সংখ্যা ২ হাজার ২৯০টি। জেলার ৭টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি তালাকের সংখ্যা জামালপুর সদর উপজেলায় এবং সবচেয়ে কম তালাক হয়েছে মাদারগঞ্জ উপজেলা। ২০২১ সালে বিবাহবিচ্ছেদ ছিল ৩ হাজার ৮০৩ জনের। সেই তুলনায় বিবাহবিচ্ছেদের হার বেড়েছে‌। তবে সরকারি হিসাবের চেয়ে জেলায় বিয়ে ও বিচ্ছেদের সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিবাহবিচ্ছেদ নিয়ে আইনজীবী ইউসুফ আলী বলেন, বিবাহবিচ্ছেদ দিন দিন বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, ভারতীয় টিভি চ্যানেলের সিরিয়াল, পরকীয়া, অপরিণত বয়সে বিয়ে, পারিবারিক বন্ধনে দূরত্ব সৃষ্টির পাশাপাশি মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ কমে যাওয়ায়ও বিবাহবিচ্ছেদ বাড়ছে।

তিনি বলেন, আদালতে আমরা দেখি পরিবারের মাঝে একেবারে ছোট্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে আদালতে মামলা পরে বিবাহবিচ্ছেদ ঘটে। এসব দিনদিন বেড়েই চলছে। আমরা আদালতে এমন কোনো ঘটনা আগে দেখিনি, যা এখন এতটা বেশি হয়েছে। বিচ্ছেদ কমানোর জন্য কাউন্সেলিং প্রয়োজন রয়েছে। অন্যথায় সমাজে বিচ্ছেদ ভয়াবহ রূপ নেবে।

বিজ্ঞাপন

জামালপুর সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, আমরা তালাকের এ চিত্র দেখে হতবাক হয়েছি। আমরা বাঙালি হাজার বছরের ধর্মীয় সংস্কৃতি থেকে বের হয়ে ইন্ডিয়া সংস্কৃতির দিকে যাচ্ছি। ভারতীয় টিভি চ্যানেলের সিরিয়াল দেখে আমাদের মা-বোনেরা ভারতীয় সংস্কৃতিতে অন্ধ হয়ে পরকীয়ায় আসক্ত হচ্ছে এবং ধর্মীয় অনুশাসন না মানায় তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। পারিবারিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে মানুষকে গুরুত্ব দিলে সমাজে বিবাহবিচ্ছেদ অনেকাংশে কমে যাবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

মহিলাবিষয়ক অধিদপ্তর জামালপুর কার্যালয়ের অতিরিক্ত (দায়িত্বপ্রাপ্ত) উপ-পরিচালক কামরুন্নাহার বলেন, আগে নারীরা স্বামীর নির্যাতন মেনে নিতেন। তখন তারা মুখ খুলে কোনো কথা বলতেন না। এখন নারীরা নির্যাতন হলেই তার প্রতিকার চান। এখন নির্যাতনের শিকার হলেই নারীরা তাদের শ্বশুরবাড়ি থেকে চলে আসেন। আমরা নারীদের সবসময় সহযোগিতা করি। নারীরা এলে কাউন্সিলিং করি এবং তাদের সহযোগিতা করি।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD