Logo

সৌদিতে গত ৭ দিনে ২১ হাজার প্রবাসী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৮ এপ্রিল, ২০২৪, ২১:১২
121Shares
সৌদিতে গত ৭ দিনে ২১ হাজার প্রবাসী গ্রেফতার
ছবি: সংগৃহীত

এক বিবৃতিতে এই তথ্য জানানো জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সৌদি আরবে গত ৭ দিনে সপ্তাহে ২১ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ওই প্রবাসীদের গ্রেফতার করেছে সৌদি পুলিশ।

এক বিবৃতিতে এই তথ্য জানানো জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি জুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলেছে, গত ৩ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ২১ হাজার ৫০৫ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। এই প্রবাসীদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, সৌদির আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১৪ হাজার ৩২৩ জন, সীমান্ত সুরক্ষা আইনে ৪ হাজার ৭৭৮ জন এবং শ্রম আইনের আওতায় ২ হাজার ৪০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ২৯৫ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার প্রবাসীদের মধ্যে ইয়েমেনি ৩৭ শতাংশ, ইথিওপিয়ান ৬১ শতাংশ এবং অন্যান্য দেশের ২ শতাংশ নাগরিক রয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া অবৈধ উপায়ে সৌদ ত্যাগের চেষ্টার সময় আরো ৬১ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ৯ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

আর গ্রেফতারদের মধ্যে ৭ হাজার ৪২৩ জনকে ইতোমধ্যে সৌদি থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। সৌ অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: সৌদি প্রেস এজেন্সি

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD