ঈদে সৌদি আরবে টানা ৬ দিনের ছুটি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:৩৭ পিএম, ২৪শে মার্চ ২০২৪


ঈদে সৌদি আরবে টানা ৬ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার। ঈদের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা ৬ দিনের ছুটি পাবে সৌদিবাসী।


রবিবার (২৪ মার্চ) ছুটির বিষয়টি নিশ্চিত করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।


মন্ত্রণালয়টি জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে সৌদিতে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যেহেতু ১২ এপ্রিল শুক্রবার ও ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক বন্ধ রয়েছে। এর ফলে সবমিলিয়ে টানা ছয়দিনের ছুটি পাওয়া যাবে।


আরও পড়ুন: এমভি আবদুল্লাহর ওপর সতর্ক নজর রাখছে ভারতীয় নৌবাহিনী


চলতি বছর সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে ১১ মার্চ থেকে। ইংরেজি মাসগুলো ৩০ এবং ৩১ দিনের হলেও আরবি মাসগুলা হয়ে থাকে ২৯ থেকে ৩০ দিনের। রমজান মাস শেষ হওয়ার পরদিন পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে।


আরও পড়ুন: রাশিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ১১৫, আটক ১১


ঈদের দিন মুসল্লিরা একসাথে ঈদের নামাজ আদায় করে থাকেন। ঈদের নামাজের আগেই ধনীরা গরীবদের যাকাত ও ফিতরা দিয়ে থাকেন। এর মাধ্যমে ধনী-গরীব উভয়ই ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ পান। সূত্র: গালফ নিউজ


জেবি/এসবি