Logo

ঈদে সৌদি আরবে টানা ৬ দিনের ছুটি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মার্চ, ২০২৪, ০৩:০৭
90Shares
ঈদে সৌদি আরবে টানা ৬ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

রবিবার (২৪ মার্চ) ছুটির বিষয়টি নিশ্চিত করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার। ঈদের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা ৬ দিনের ছুটি পাবে সৌদিবাসী।

রবিবার (২৪ মার্চ) ছুটির বিষয়টি নিশ্চিত করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়টি জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে সৌদিতে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যেহেতু ১২ এপ্রিল শুক্রবার ও ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক বন্ধ রয়েছে। এর ফলে সবমিলিয়ে টানা ছয়দিনের ছুটি পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছর সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে ১১ মার্চ থেকে। ইংরেজি মাসগুলো ৩০ এবং ৩১ দিনের হলেও আরবি মাসগুলা হয়ে থাকে ২৯ থেকে ৩০ দিনের। রমজান মাস শেষ হওয়ার পরদিন পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে।

বিজ্ঞাপন

ঈদের দিন মুসল্লিরা একসাথে ঈদের নামাজ আদায় করে থাকেন। ঈদের নামাজের আগেই ধনীরা গরীবদের যাকাত ও ফিতরা দিয়ে থাকেন। এর মাধ্যমে ধনী-গরীব উভয়ই ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ পান। সূত্র: গালফ নিউজ

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD