১০ শতাংশ ছাড়িয়েছে খাদ্য মূল্যস্ফীতি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ১৩ই মে ২০২৪


১০ শতাংশ ছাড়িয়েছে খাদ্য মূল্যস্ফীতি
ফাইল ছবি

চলতি বছরের এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে, যা মার্চ মাসে ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তবে খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও সার্বিক মূল্যস্ফীতির হার কমেছে।


সোমবার (১৩ মে)  মূল্যস্ফীতির হালনাগাদ  নিয়ে এক প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)  এ তথ্য জানা গেছে।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানায়, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে কমেছে। চলতি মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে, আগের মাসে যা ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।


আরও পড়ুন: চলতি মে মাসের ১০ দিনে প্রবাসী আয় এলো ৮১ কোটি ৩৭ লাখ ডলার


গেল অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৫৬ শতাংশ। মূল্যস্ফীতি ৭ শতাংশের ঘরে আনার জন্য ক্রমাগত সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ উদ্যোগ কোনো কাজে আসছে না।


আরও পড়ুন: রাশিয়া-বাংলাদেশ চেম্বারের ৩০ বছর পূর্তি উদযাপন


মাসিক হালনাগাদ প্রতিবেদনে জানা যায়, শহরের তুলনায় গ্রামের মানুষের কষ্ট বেশি হয়েছে গত মাসে। গ্রামে গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২, যেখানে শহরাঞ্চলের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৬। গ্রাম ও শহর দুই অঞ্চলেই খাদ্যের মূল্যস্ফীতি আবার ১০ শতাংশ ছাড়িয়েছে।


অর্থনীতিবিদরা বলছেন, “মূল্যস্ফীতি এক ধরনের কর, যা ধনী-গরিব-নির্বিশেষে সবার চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে।”


জেবি/এসবি