Logo

১০ শতাংশ ছাড়িয়েছে খাদ্য মূল্যস্ফীতি

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মে, ২০২৪, ০৬:৪৩
114Shares
১০ শতাংশ ছাড়িয়েছে খাদ্য মূল্যস্ফীতি
ছবি: সংগৃহীত

মূল্যস্ফীতির হালনাগাদ নিয়ে এক প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

চলতি বছরের এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে, যা মার্চ মাসে ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তবে খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও সার্বিক মূল্যস্ফীতির হার কমেছে।

সোমবার (১৩ মে)  মূল্যস্ফীতির হালনাগাদ  নিয়ে এক প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)  এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানায়, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে কমেছে। চলতি মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে, আগের মাসে যা ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

বিজ্ঞাপন

গেল অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৫৬ শতাংশ। মূল্যস্ফীতি ৭ শতাংশের ঘরে আনার জন্য ক্রমাগত সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ উদ্যোগ কোনো কাজে আসছে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাসিক হালনাগাদ প্রতিবেদনে জানা যায়, শহরের তুলনায় গ্রামের মানুষের কষ্ট বেশি হয়েছে গত মাসে। গ্রামে গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২, যেখানে শহরাঞ্চলের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৬। গ্রাম ও শহর দুই অঞ্চলেই খাদ্যের মূল্যস্ফীতি আবার ১০ শতাংশ ছাড়িয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, “মূল্যস্ফীতি এক ধরনের কর, যা ধনী-গরিব-নির্বিশেষে সবার চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD