Logo

গুচ্ছের বিভাগ পছন্দক্রম ও ভর্তি আবেদন শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২২ মে, ২০২৪, ২৪:০৯
80Shares
গুচ্ছের বিভাগ পছন্দক্রম ও ভর্তি আবেদন শুরু
ছবি: সংগৃহীত

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

বিজ্ঞাপন

২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এরই মধ্য গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিভাগ পছন্দক্রমের তারিখ জানানো হয়েছে। সোমবার (২০মে) থেকে শুরু হওয়া পছন্দক্রম শেষ হবে আগামী ২৮ মে রাত ১১টা ৫৯ মিনিটে।

বিজ্ঞাপন

নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে শিক্ষার্থীরা বিভাগের পছন্দক্রমের আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে আবেদনের গাইডলাইন হিসেবে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

বিজ্ঞাপন

এবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ২০ জুলাইয়ের মধ্যে প্রথম-বর্ষের শিক্ষার্থীদের সার্বিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী পহেলা আগস্ট থেকে ক্লাস শুরুর কথা জানিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১০ মে 'সি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে টানা চতুর্থবারের মত আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়৷ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য https://gstadmission.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD