ময়মনসিংহে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আবু সাঈদ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ২২শে মে ২০২৪


ময়মনসিংহে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আবু সাঈদ
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সিরতা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সাঈদ। 


মঙ্গলবার (২১ মে) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলার ১০৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনার পর বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার ইফতেখার ইউনুস। 


আরও পড়ুন: রিটার্নিং কর্মকর্তার নামে অ্যাকাউন্ট খুলে নির্বাচনী কর্মকর্তা ও প্রার্থীদের ম্যাসেজ


সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকে ৪৪ হাজার ৫৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো আবু সাঈদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬৫১ ভোট।

 

এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওয়াহিদুজ্জামান মিলন টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ২১৭ ভোট বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নাদিম মাহমুদ বই প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৭৬ ভোট।


আরও পড়ুন: র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু, নান্দাইল থানার এসআই প্রত্যাহার


মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা সুলতানা কাজল হাঁস প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে  নির্বাচিত হয়েছে।  নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফরোজা হক কলি বই প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৯২ ভোট।


গৌরীপুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তি‌নি আনারস প্রতী‌কে ৫৫ হাজার ৮৯৫ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপ‌তি ও বর্তমান উপ‌জেলা চেয়ারম্যান (দোয়াত-কলম) মোফাজ্জল হোসেন খান পেয়েছেন ৪৭ হাজার ৯৬৭ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা, নারী ভাইস-চেয়ারম্যান পদে নীলুফা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।


এমএল/