রিটার্নিং কর্মকর্তার নামে অ্যাকাউন্ট খুলে নির্বাচনী কর্মকর্তা ও প্রার্থীদের ম্যাসেজ

এছাড়াও, বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে ও ব্যবস্থা নিতে প্রশাসনকে বলা হয়েছে
বিজ্ঞাপন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে নির্বাচনের আগের দিন ময়মনসিংহ রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নির্বাচনী কর্মকর্তা ও প্রার্থীদের ম্যাসেজ করছে প্রতারক চক্র। ম্যাসেজ করে রিটার্নিং কর্মকর্তাকে সহায়তা করতে বিশেষ নির্দেশনা দেয়া হচ্ছে।
মো. আরিফুল হক মৃদুল সদর, মুক্তাগাছা ও গৌরীপুর উপজেলার রিটার্নিং কর্মকর্তা এবং ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
বিজ্ঞাপন
সোমবার (২০ মে) সকাল থেকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নির্বানি কর্মকর্তা ও প্রার্থীদের কাছে ম্যাসেজ করছে প্রতারক চক্রটি।
বিজ্ঞাপন
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল হক মৃদুল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রতারক চক্রটি আমার ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের নাম্বারে ম্যাসেজ করে প্রতারণা করার চেষ্টা করছে। বিষয়টি প্রথমে মুক্তাগাছা উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহমুদা হাসান আমাকে অবহিত করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সতর্ক থাকার কথা জানানো হয়েছে। এছাড়াও, বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে ও ব্যবস্থা নিতে প্রশাসনকে বলা হয়েছে।
বিজ্ঞাপন
মুক্তাগাছা উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহমুদা হাসান বলেন, ওই প্রতারক চক্রটি প্রথমে হোয়াটসঅ্যাপে মুক্তাগাছা শিক্ষা কর্মকর্তাকে ম্যাসেজ করে। এছাড়াও সকল উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রার্থীদের ম্যাসেজ করে জানায়, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে রিটার্নিং কর্মকর্তা ফোন করবেন এবং যে কোন সহায়তা চাইলে তা করতে নির্দেশনা দেয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এবিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
এমএল/