Logo

মনে রাখতে হবে ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের নয়: রাষ্ট্রপতি

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মে, ২০২৪, ০৭:২৬
65Shares
মনে রাখতে হবে ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের নয়: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

মানুষকে আলোর পথ দেখাবেন

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মানুষের কল্যাণের জন্যই ধর্ম, অকল্যাণের জন্য নয়। আমাদের মনে রাখতে হবে ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের নয়। আজ পৃথিবীর অনেক জায়গায় মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে এবং লোভ-লালসা, ঈর্ষা, প্রতিহিংসার ন্যায় কু-প্রবৃত্তি সমাজের শোষণ-বঞ্চনা বাড়ছে। দেশে দেশে যুদ্ধবিগ্রহ ও বিশ্ব অর্থনীতিকে বেশ ভারসাম্যহীন করে তুলেছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আর্থ-সামাজিক খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

বুধবার (২২ মে) বিকেলে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শুধু নিজে বা পরিবার-পরিজন নিয়ে ভালো থাকার চিন্তা না করে সবাইকে নিয়ে ভালো থাকার চিন্তা করবেন। মানুষকে আলোর পথ দেখাবেন।

রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখি-সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়তে আপনারা গৌতম বুদ্ধের শিক্ষা ও আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দেবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কঠিন এ সময়ে, সবাইকে একে অন্যের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উদযাপনে রাষ্ট্রপতি ও তার স্ত্রী রেবেকা সুলতানা বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা জানান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD