Logo

দশম শিরোপার স্বপ্নে দলে ভারসাম্যের সন্ধানে ব্রাজিল কোচ

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৪, ০৩:১৪
47Shares
দশম শিরোপার স্বপ্নে দলে ভারসাম্যের সন্ধানে ব্রাজিল কোচ
ছবি: সংগৃহীত

কোপা আমেরিকা মিশন শুরুর আগে তাই ব্রাজিল কোচের মূল লক্ষ্য দলে ভারসাম্য ও ধারাবাহিকতা বজায় রাখা।

বিজ্ঞাপন

বছরের শুরুতে ব্রাজিলের দায়িত্ব পেয়েছেন দরিভাল জুনিয়র। এরপর থেকে দলটি তার কোচিংয়ে ম্যাচ খেলেছে হাতেগোনা কয়েকটি। ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণে সেভাবে দল নিয়ে কাজ করারও সুযোগ মেলেনি। কোপা আমেরিকা মিশন শুরুর আগে তাই ব্রাজিল কোচের মূল লক্ষ্য দলে ভারসাম্য ও ধারাবাহিকতা বজায় রাখা। 

বিজ্ঞাপন

সোমবার (২৪ জুন) সকালে কোস্টা রিকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে দরিভাল দল নিয়ে তার চ্যালেঞ্জের দিকটি তুলে ধরেন। তিনি বলেন “আমাকে এমন একটি দলের জন্য ভারসাম্য খুঁজে বের করতে হবে যে দলটি মাত্র তিন মাস আগে একসাথে হয়েছিল। আর ১৫ বা ২০ দিনের কাজের একটি নির্দিষ্ট সময়ের পরে তাদের আবার নিজেদের খুঁজে বের করতে হবে। ফুটবলে আপনি অনুশীলনের সময়ের প্রস্তুতির ধাপগুলো এড়িয়ে যান না, কিন্তু সেই কারণেই আমরা তাদের সবাইকে এক সুতোয় বাঁধার চেষ্টা করি।”

বিজ্ঞাপন

ম্যাচ শুরুর বেশ আগেই একাদশ ঘোষণা করে দিয়েছেন দরিভাল। সেখানে জায়গা পাননি তরুণ সেনসেশন এন্দ্রিক। চোটের কারণে নেইমার না থাকার পাশাপাশি ব্রাজিলের জার্সিতে এই বছর রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকারের যে ফর্ম, তাতে অনেকেই তাকে দেখছিলেন শুরু একাদশে।

বিজ্ঞাপন

কিন্তু সেটা কেনো হচ্ছে না প্রথম ম্যাচে? দরিভাল এর কারণও বলেছেন। “এটি (এন্দ্রিকের শুরুর একাদশে জায়গা করা) এমন কিছু যা স্বাভাবিকভাবেই ঘটবে। এটা হতে বেশি সময় নাও লাগতে পারে, কারণ খেলোয়াড় হিসেবে সে বেশ দক্ষ। আমি তাকে মাঠে নামানোর জন্য তাড়াহুড়ো করছি, তবে আপনাকে একটি নির্দিষ্ট ভারসাম্যও ধরে রাখতে হবে। তার দুর্দান্ত দক্ষতা রয়েছে এবং সে এই সময়ের সবচেয়ে প্রতিশ্রুতিশীল খেলোয়াড়।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘ডি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষে কলম্বিয়া ও প্যারাগুয়ে।

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD