চুক্তিতে আরও ১ বছর বাড়লো প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৫ পিএম, ২৬শে জুন ২০২৪

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চাকরির চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২৬ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও পড়ুন: আনার হত্যা: অন্যতম দুই আসামি গ্রেফতার
তোফাজ্জল হোসেন মিয়ার বর্তমান চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ৭ জুলাই। এর মধ্যেই পুনরায় চুক্তি বাড়িয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে তাকেই আরও এক বছর রেখে দিল সরকার।
স্থিতি প্রশাসনের এই শীর্ষ পদে তোফাজ্জল হোসেন মিয়ার ওপর আস্থা রাখছে সরকার।
আরও পড়ুন: শাহজালালে চালু হলো শাটল বাস
এর আগে গত ২০২২ সালে ৭ ডিসেম্বর তাকে মুখ্য সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে গত বছর ২৫ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে আরও ১ বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পররাষ্ট্র উপদেষ্টার কাছে পরিচয়পত্র পেশ করলেন ইউএনএইচসিআরের নতুন প্রতিনিধি

হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নিয়ে যা জানাল মন্ত্রণালয়

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত তালিকা প্রকাশ
