ভারতে লরির ধাক্কাকায় নিহত ২
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৪
ভারতের দক্ষিণবঙ্গের গুড়াপে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
রবিবার (৭ জুলাই ) বিকেলে গুড়াপ থানার বসিপুর এলাকার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইরা মান্না (৬৫) এবং সুমিত কুমার জানা (৫১), দুই জনেরই বাড়ি কলকাতার বেহালায়।
আরও পড়ুন: ভারতে প্রবল বৃষ্টিতে দুইদিনে নিহত ১৩
জানা গেছে, একটি গাড়িতে তারাপীঠ থেকে কলকাতা ফিরছিল পরিবারটি। বর্ধমানের দিক থেকে কলকাতা ফেরার পথে গুড়াপের বসিপুরে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের সুইফ্ট ডিজায়ার গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের।
গাড়ির চালকসহ ৫ জনকেই উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে গুড়াপ থানার পুলিশ।
এসডি/