সাধারণ মানুষের মনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৪


সাধারণ মানুষের মনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

সাধারণ মানুষের মনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদানকালে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।


এ সময় তিনি বলেন, ‘আপনারাই যে সময় বলবেন, আমরা স্বস্তি অনুভব করছি, ঠিক তখনই কারফিউ প্রত্যাহার করা হবে।’


আরও পড়ুন: তিন দিন পর খুললো ব্যাংক, টাকা তুলতে গ্রাহকদের উপচে পড়া ভিড়!


নিহতদের স্বজনদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনারা কখনও একা অনুভব করবেন না। আপনাদের পাশে সরকার সবসময় আছে, দেশ আছে আপনাদের পাশে। আপনাদের যেকোনো ধরণের সহযোগিতার জন্য সরকার প্রস্তুত আছে। আমি দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গেও আপনাদের সাক্ষাৎ করিয়ে দেওয়ার চেষ্টা করব।’


এ সময় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষ কতজন মারা গেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণ মানুষ কতজন মারা গেছেন, তার কোনও হিসাব আমাদের কাছে নেই। কোনো থানায় এ সংক্রান্ত কোনো মামলাও দায়ের হয়নি। পুলিশ তথ্য সংগ্রহ করছে, এ বিষয়ে পরবর্তীতে জানানো যাবে।’


কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন সম্মনয়ককে পাওয়া যাচ্ছে না এমন দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের কোনও তথ্য আমাদের কাছে নাই। তাদের পরিবার থেকেও আমাদের কাছে কোনও প্রকার অভিযোগ করেনি। তারা অভিযোগ করলে আমরা আপনাদের জানাতে পারবো।’


আরও পড়ুন: দেশজুড়ে সহিংসতায় নিহত বেড়ে ১৯৭


এ ছাড়া আন্দোলন চলাকালে হামলা ও সহিংসতার ঘটনায় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মামলা হচ্ছে। এ আক্রমণ সুপরিকল্পিত ছিল। মামলা কখন হবে, আর কোথায় হবে সেটা সুনির্দিষ্টভাবে বলা যাবে না। প্রতি ঘণ্টায়ই মামলা হচ্ছে। আমরা চার্জশিট পাওয়ার পর মামলার মেরিট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’


এমএল/