সমাবেশে বাধা দেওয়ায় হরতালের ডাক ইনসানিয়াত বিপ্লবের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৫
![সমাবেশে বাধা দেওয়ায় হরতালের ডাক ইনসানিয়াত বিপ্লবের](https://janobani.com/big_image/1738419228.jpg)
ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ বন্ধ করায় কড়া প্রতিবাদ জানিয়েছে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
শনিবার (১ ফেব্রুয়ারি) গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে এ আহ্বান জানান দলটির চেয়ারম্যান ইমাম হায়াত।
আরও পড়ুন: প্রতিবেশী ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে: কাজী মামুন
এ সময় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষমতাসীন চক্র সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা ভুল পথে চরম ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। এ ধ্বংসের হাত থেকে গণতন্ত্র রক্ষায় চক্রটি বিতাড়িত হওয়া জরুরি হয়ে পড়েছে।
ইমাম হায়াত বলেন, ধর্মীয় ও রাজনৈতিকভাবে দেশকে ভুল পথে ঠেলে দেওয়া ছাড়াও ক্ষমতাসীন চক্র দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন। তাদের ভুলের কারণে দেশে বিনিয়োগ, উৎপাদন আয় উপার্জনের পথ রুদ্ধ হয়ে গেছে, ফলে জনগণ মারাত্মক আর্থিক সংকটে পড়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনার প্রেতাত্মা এখনো ঘাপটি মেরে আছে: অপর্ণা রায়
সম্মেলনে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নিরাপদ গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানায় ইনসানিয়াত বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব শেখ রায়হান রাহাবর, প্রেসিডিয়াম সদস্য আবরার চিশতি, সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, দপ্তর সম্পাদক মাইনুদ্দিন টিটু প্রমুখ।
এমএল/