Logo

নিরাপত্তারক্ষীরা নিজেদের ঈদ উৎসর্গ করেন অন্যের নিরাপত্তায়

profile picture
জনবাণী ডেস্ক
১ এপ্রিল, ২০২৫, ০১:২৯
73Shares
নিরাপত্তারক্ষীরা নিজেদের ঈদ উৎসর্গ করেন অন্যের নিরাপত্তায়
ছবি: সংগৃহীত

পরিবারের সঙ্গে বসে ঈদের খাবার খাওয়ার সুযোগ হয় না, ঈদের নামাজ পড়তে গিয়েও থাকতে হয় দায়িত্বের তাগিদে

বিজ্ঞাপন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশজুড়ে যখন ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ঈদ কাটানোর জন্য ছুটছে মানুষ, তখনও দায়িত্বের ডোরে বাঁধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের একদল আনসার ব্যাটালিয়ান সদস্যরা।

তারা ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন না, পরিবারের সঙ্গে বসে ঈদের খাবার খাওয়ার সুযোগ হয় না, ঈদের নামাজ পড়তে গিয়েও থাকতে হয় দায়িত্বের তাগিদে। নিরাপত্তার প্রহরী হয়ে মানুষের স্বস্তি নিশ্চিত করতে হয়। তারা আনসার বাহিনীর ব্যাটালিয়ান সদস্য, নিরাপত্তারক্ষী-নীরবে নিজেদের ঈদ উৎসর্গ করেন অন্যের নিরাপত্তার জন্য। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শরীয়তপুর জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতেই তারা সতর্ক নিরাপত্তা দিয়ে থাকেন। দিন-রাত সমান তালে দায়িত্ব পালন করেন, যেন সাধারণ মানুষ নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারেন। দায়িত্ব পালন করতে গিয়ে তারা ভুলে যান নিজের ঈদের আনন্দ, ঈদের দিনেও পরিবার থেকে দূরে থাকার কষ্টকে অভ্যাসে পরিণত করেন। 

শরীয়তপুর পৌরসভা ঈদগাহ  মাঠের প্রধান ফটকে দায়িত্বরত এক আনসার ব্যাটালিয়ান সদস্য  বলেন, ‘প্রথম যখন চাকরি শুরু করেছিলাম, পরিবারের সঙ্গে ঈদ না করতে পারায় খুব কষ্ট লাগত, কান্না আসত। কিন্তু পরে বুঝেছি, আমরা যদি দায়িত্ব পালন না করি, তাহলে নিরাপত্তা দেবে কে? এখন আর খারাপ লাগে না, অভ্যাস হয়ে গেছে।’

বিজ্ঞাপন

নিরাপত্তা দায়িত্বরত আরেকজন আনসার ব্যাটালিয়ান সদস্য বলেন, ঈদের দিনে পরিবারের সঙ্গে হাসিমুখে বসে খাবার খাওয়া, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ নেই আমাদের। কারণ আমারা রাষ্ট্রের নিরাপত্তায় নিয়োজিত থাকি তাই পরিবার-পরিজন ছেড়ে দায়িত্ব পালন করতে এসে প্রথমদিকে অনেক কষ্ট লাগলেও সময়ের সঙ্গে সঙ্গে তা অভ্যাস হয়ে গেছে। সবার ঈদ কাটে পরিবারে, আমাদের ঈদ কাটে দায়িত্বের পাহারায়। দায়িত্ব পালনের সময় নানা রকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD