Logo

জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

profile picture
জনবাণী ডেস্ক
২ এপ্রিল, ২০২৫, ০১:১৮
54Shares
জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল
ছবি: সংগৃহীত

চিড়িয়াখানায় তিলধারণের ঠাঁই ছিল না নগরবাসীর উপস্থিতিতে

বিজ্ঞাপন

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নেমেছে। নানা বয়সী মানুষের পদচারণায় মুখর মিরপুর জাতীয় চিড়িয়াখানা। চিড়িয়াখানায় তিলধারণের ঠাঁই নেই নগরবাসীর উপস্থিতিতে। চিড়িয়াখানা অভিমুখে সড়কে ব্যাপক যানজট। দীর্ঘ সময় লোকজনকে যানজটে বসে থাকতে হচ্ছে। অনেকেই বাস থেকে নেমে হেঁটে চিড়িয়াখানায় যাচ্ছেন।

মঙ্গলবার (১লা এপ্রিল) দুপুরে এমন চিত্র দেখা গেছে চিড়িয়াখানা এলাকায়।

বিজ্ঞাপন

 

সরেজমিনে দেখা যায়, ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই নানা বয়সী মানুষের পদচারণায় মুখর মিরপুর জাতীয় চিড়িয়াখানা। চিড়িয়াখানায় তিলধারণের ঠাঁই ছিল না নগরবাসীর উপস্থিতিতে। সোনামণিদের হাত ধরে নানান ধরনের পশু-পাখির সঙ্গেও সময় কাটিয়েছেন বিনোদনপ্রেমীরা।

বিজ্ঞাপন

ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, মানুষের জীবনে বিনোদনের দরকার। ঢাকা শহরের সবচেয়ে ভালো বিনোদনের জায়গাগুলোর একটি হলো এ চিড়িয়াখানা। এখানে রাস্তাঘাট আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। পানির সুব্যবস্থা রয়েছে। পরিবেশও অনেক সুন্দর। তবে মানুষ অনেক বেশি তাই ঘুরে দেখতে একটু অসুবিধা হচ্ছে।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি উচ্ছ্বাস লক্ষ করা গেছে শিশুদের মধ্যে। অনেকে এসেছে বাবা-মায়ের সঙ্গে, অনেকে আবার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুরতে এসেছে। চিড়িয়াখানার বাঘ, সিংহ, বানর, হাতি, সাপ, হরিণ দেখে খুবই উচ্ছ্বসিত কোমলমতি শিশুরা।

বিজ্ঞাপন

একদিকে চিড়িয়াখানার রাস্তায় ব্যাপক যানজট, অন্যদিকে সড়কের ফুটপাতে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান। যে কারণে দর্শনার্থীদের হাঁটতেও বেশ বেগ পেতে হচ্ছে।

চিড়িয়াখানায় পরিবার নিয়ে ঘুরতে আশা আলামিন হোসেন জনবাণীকে বলেন, প্রচন্ড গরম আর যানজটে এমন অবস্থা ঘুরতে আসার মজায় হারিয়ে ফেলেছি, বাসের মধ্যে প্রচন্ড গরম আর গাড়ি একেবারেইে এগুচ্ছে না তাই হেঁটেই যাচ্ছি চিড়িয়াখানায়।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD