সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা, বন্ধ হচ্ছে সকল ইটভাটা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩৫ পিএম, ১৮ই আগস্ট ২০২৫


সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা, বন্ধ হচ্ছে সকল ইটভাটা
ফাইল ছবি

বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছানোয় ঢাকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সিদ্ধান্তের ফলে আগামী সেপ্টেম্বর থেকে সাভারের সব ইটভাটায় উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।


রোববার (১৭ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।


আরও পড়ুন: মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি-পানির প্রতি সদয় হতে হবে: ‌প্রধান উপদেষ্টা


পরিপত্রে উল্লেখ করা হয়, সাভারের বার্ষিক গড় বায়ুমান জাতীয় মানমাত্রার প্রায় তিনগুণ বেশি। বিশেষ করে শুষ্ক মৌসুমে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বায়ু এ দূষণকে ঢাকায় ছড়িয়ে দেয়, যা রাজধানীবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে উপজেলায় টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া অন্য সব ধরনের ইটভাটা বন্ধ থাকবে। পাশাপাশি উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণকারী নতুন শিল্পকারখানা স্থাপনের জন্য ছাড়পত্র দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।


আরও পড়ুন: ঢাকার বাতাস ‘সহনীয়’, রিয়াদ শীর্ষে বায়ুদূষণে


সরকারের আশা, এই পদক্ষেপের মাধ্যমে সাভার ও ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আসবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত হবে।


এএস