ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মোদিকে ফোন করলেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:৫৫ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই ফোনালাপে বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড এক্স (টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: ইসরাইলের তেল শোধনাগারে ইরানের হামলা, নিহত ৩
তিনি লিখেছেন, “আমার বন্ধু, রাষ্ট্রপতি পুতিনকে ধন্যবাদ ফোনে কথা বলার জন্য এবং আলাস্কায় ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাৎ বিষয়ে মতামত শেয়ার করার জন্য।”
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আলোচনায় নরেন্দ্র মোদি ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন এবং ভারত এ প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন দেবে বলেও জানান।
আরও পড়ুন: গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা
এছাড়া মোদি ও পুতিন দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়।
এএস