ডাকসু নির্বাচন
প্যানেল ঘোষণা নিয়ে তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৭ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

গণতান্ত্রিক অধিকার চর্চার সমান সুযোগ নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময়সীমা বাড়িয়ে আগামী বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত করেছে নির্বাচন কমিশন।
তবে এর মধ্যেই ছাত্রশিবির, বামপন্থী সংগঠনসহ বেশিরভাগ সংগঠন তাদের পূর্ণাঙ্গ বা আংশিক প্যানেল ঘোষণা করেছে। কিন্তু এখনো প্যানেল চূড়ান্ত করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের নেতাকর্মীরা এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও প্যানেল ঘোষণায় বিলম্ব হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায়।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সোমবার (১৮ আগস্ট) জানান, ডাকসুর বিভিন্ন পদে মোট ৫৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এ ছাড়া ১৮টি হল সংসদের জন্য ফরম সংগ্রহ করেছেন আরও ১ হাজার ২২৬ জন শিক্ষার্থী।
ছাত্রদলের প্যানেল ঘোষণা না হওয়ার পেছনে অভ্যন্তরীণ কোন্দল, গ্রুপভিত্তিক ভাগ-বাটোয়ারা এবং হাইকমান্ড নির্ভরতাকে দায়ী করছেন অনেকে। বিশেষ করে সম্প্রতি ঘোষিত হল কমিটিতে সিনিয়র নেতাদের বাদ দিয়ে জুনিয়রদের রাখা হওয়ায় ক্ষোভ রয়েছে পুরোনো নেতাদের মধ্যে। ফলে ডাকসুতেও একই ধারা অব্যাহত থাকলে আরও সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন তারা।
একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন—“যখন সব সংগঠন নিজেদের প্যানেল নিজেরাই ঘোষণা করতে পারে, তখন ছাত্রদলের প্যানেল কেন লন্ডন থেকে ঘোষণা করতে হবে?”
যদিও ছাত্রদল নেতারা আশা প্রকাশ করেছেন, সব বাধা কাটিয়ে দ্রুতই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে। সোমবার জসীমউদ্দিন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামীম জানিয়েছেন, রাতেই লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পরামর্শ করে প্যানেল চূড়ান্ত করা হতে পারে।
এদিকে, গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) অভিযোগ তুলেছে—ছাত্রদলকে সুবিধা দিতেই সময়সীমা বাড়ানো হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। পরদিন প্রকাশ হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। এবার ডাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭১ এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।
এসএ/