বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইইউ, আর্থিক সহায়তার আশ্বাস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১৬ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইইউ, আর্থিক সহায়তার আশ্বাস
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্য বাস্তবায়নে নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।


মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে ইইউ’র আরও পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, অধ্যাদেশ জারি


রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “ইইউ বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। এজন্য নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি, নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে ইইউ। একইসঙ্গে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়েও কাজ করা হবে।”


তিনি আরও জানান, সেপ্টেম্বরে বিশেষজ্ঞ একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। ইইউ গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিতে সবসময় বাংলাদেশের পাশে আছে বলেও উল্লেখ করেন তিনি।


এএস