বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইইউ, আর্থিক সহায়তার আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৬ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

বাংলাদেশে আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্য বাস্তবায়নে নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে ইইউ’র আরও পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, অধ্যাদেশ জারি
রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “ইইউ বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। এজন্য নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি, নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে ইইউ। একইসঙ্গে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়েও কাজ করা হবে।”
তিনি আরও জানান, সেপ্টেম্বরে বিশেষজ্ঞ একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। ইইউ গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিতে সবসময় বাংলাদেশের পাশে আছে বলেও উল্লেখ করেন তিনি।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ময়মনসিংহে মাসকান্দা বাস কাউন্টার ভাঙচুর, বাস চলাচল বন্ধ

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ দায়িত্ব গ্রহণ
