সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।
সোমবার (১৮ আগস্ট) দায়িত্ব গ্রহণ উপলক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। ওই সময় সচিব মহোদয়কে সামাজিক কল্যাণ কর্মকাণ্ড আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
ড. মোহাম্মদ আবু ইউসুফ এর আগে প্রশাসন ক্যাডার পুলে এবং দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা, অধিশাখা ও অনুবিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অর্থনৈতিক ব্যবস্থাপনা, প্রশাসন ও নীতি প্রণয়ন সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ।
দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব জানান, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট ও মানবিক বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও গতি আনা হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন ও সুবিধাভোগীদের সঠিকভাবে সেবা প্রদানের ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, তার সুদক্ষ নেতৃত্বে সমাজকল্যাণের কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হবে।
আরএক্স/