এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৬ পিএম, ২১শে আগস্ট ২০২৫

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
নির্দেশনায় বলা হয়েছে, আগস্ট মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে ২৩ আগস্টের মধ্যে অনলাইনে বিল সাবমিট করতে হবে।
আরও পড়ুন: ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ
মাউশির বুধবার (২০ আগস্ট) জারি করা এক চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠান প্রধানের জমা দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়া হয় এবং এর কারণে কোনো শিক্ষক বা কর্মচারী ইএফটিতে বেতন না পান, তবে এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।
এছাড়া, দাখিল করা বিলের একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে।
আরও পড়ুন: আগামীকালের মধ্যেই সুখবর পাচ্ছেন ৪১ হাজার বেসরকারি শিক্ষক
মাউশি জানিয়েছে, ১ জানুয়ারি থেকে এমপিওভুক্তদের বেতন ইএফটি মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। জুলাই পর্যন্ত এটি কেন্দ্রীয়ভাবে পাঠানো হলেও আগস্ট থেকে প্রতিষ্ঠান প্রধানদের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করে মাসভিত্তিক বিল জমা দেওয়ার নিয়ম চালু করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, কোনো শিক্ষক-কর্মচারী মারা গেলে, পদত্যাগ করলে বা সাময়িক বরখাস্ত হলে কিংবা অনুপস্থিতির কারণে বেতন কর্তনের প্রয়োজন হলে সেটিও সঠিকভাবে উল্লেখ করে বিল সাবমিট করতে হবে।
এএস