ডাকসু ভিপি পদে লড়বেন তাহমিনা, লক্ষ্য রাজনীতিমুক্ত ক্যাম্পাস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪০ পিএম, ২১শে আগস্ট ২০২৫


ডাকসু ভিপি পদে লড়বেন তাহমিনা, লক্ষ্য রাজনীতিমুক্ত ক্যাম্পাস
ছবি: সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা আক্তার।


তাহমিনা দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী। চলতি বছরের জুলাই মাসে অনুষ্ঠিত গণঅভ্যুত্থান ও ‘নিরাপদ ক্যাম্পাস’ আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নেতৃত্ব দেন।


আরও পড়ুন: জবি শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত, রবিবার থেকে ‘ব্রেক দ্য সাইলেন্স’


দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে তাহমিনা এর আগে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছেন।


প্রার্থীতা ঘোষণার সময় তিনি বলেন, “আমি সব মানবিক ভাই-বোনদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। একটি মানবিক, আধুনিক, নিরাপদ এবং দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়াই আমার প্রধান লক্ষ্য।”


এএস