নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১৫ পিএম, ২৩শে আগস্ট ২০২৫


নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


শনিবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।


আরও পড়ুন: দুই সপ্তাহের মধ্যে ভোটার তালিকা প্রকাশ হবে: সিইসি


তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের কোনো বাধা নেই। সরকার এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।


নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “জনগণ এখন নির্বাচনমুখী। তাই কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, সরকার তাদের কঠোর হাতে প্রতিহত করবে।”


আরও পড়ুন: জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩টি রাজনৈতিক দল


অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি আরও জানান, এটি একটি চলমান প্রক্রিয়া হলেও নির্বাচনের আগে অভিযান আরও জোরদার করা হবে।


এ সময় সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, দেশের সীমান্ত নিরাপদ রয়েছে এবং সীমান্ত এলাকার মানুষও অত্যন্ত সচেতন।


আরও পড়ুন: ‘খুব শিগগিরই ঢাকা-ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে’


ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশ স্বাধীন, তাই সবাই মত প্রকাশ করতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ।”


এএস